Scientific Bangladesh

বাংলাদেশের গবেষণার ক্ষেত্রে নীরব বিপ্লব সাধন করবে যে পদক্ষেপ

বাংলাদেশের বিভিন্ন সাইন্স সোসাইটি বা সাইন্স এসোসিয়েশনের প্রতিবছর এজিএম হয়, না হলেও প্রতি দুই বছরে হয়।
এসব এজিয়ামে দেশ বিদেশের বিজ্ঞানীরা তাদের গবেষণা উপস্থাপন করেন পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে অথবা ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে। ভালো প্রেজেন্টারদের পুরস্কৃত করা হয়।
তবে একটা কাজ করলে খুব ভালো হবে ।
বিগত বছর,মানে গত বৎসর সেই সাবজেক্ট বা সেই সোসাইটির অন্তর্ভুক্ত বিজ্ঞানীরা কতগুলি পাবলিকেশন করলেন, কোন কোন জার্নালে পাবলিকেশন গুলি হল,সবচেয়ে বেশি পাবলিকেশন কে কে করলেন, কোন ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি পাবলিকেশন হলো (বাকিগুলি থেকে কেমন পাবলিকেশন হল তার একটা রিভিউ হতে পারে), হাইলি সাইটেড কোন পাবলিকেশন আছে কিনা, অথবা হট আর্টিকেল ইন দ্য ফিল্ড আছে কিনা, এসব যদি প্রতিবছর এজিএম এ রিভিউ করে হাই পারফর্মারদের পুরষ্কৃত করা হয়, তবে তা বাংলাদেশের গবেষণার ক্ষেত্রে নীরব বিপ্লব সাধন করবে কয়েক বছরের মধ্যে ।
এটা করা হলে এজিএম এর প্রতি সাধারণ বিজ্ঞানীদের আগ্রহও বৃদ্ধি পাবে।
স্কোপাস আর ওয়েভ অব সাইন্সের ডাটা এনালাইসিস করে খুব সহজেই কাজটা করা যায়।
বিজ্ঞানীদের বিভিন্ন সোসাইটি এসোসিয়েশনের কার্যকরী কমিটি বিষয়টা ভেবে দেখবেন আশা করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top