আপনারা সবাই জেনে গেছেন মানুষের মধ্যে ভ্যাকসিন trial এর প্রথম, দ্বিতীয় ও শেষ ধাপ হল যথাক্রমে Phase 1, Phase 2 এবং Phase 3 trials.
আপনাদের মতো আমিও চাই করোনার ভ্যাকসিন আসুক । Oxford-AstraZenecca র ভ্যাকসিনের প্রাথমিক phase I/II trial এর ডাটা আশাব্যাঞ্জক । ” কিন্তু আছে ” দুঃখজনক হলেও । RSV একটা ভাইরাস যার ভ্যাকসিনের শেষ ধাপ Phase 3 trial এর ডাটাও আশাব্যাঞ্জক ছিল । ডেঙ্গু ভাইরাস এর ভ্যাকসিনের শেষ ধাপ Phase 3 trial এর ডাটাও আশাব্যাঞ্জক ছিল । এরকম আরও উদাহরণ আছে । যাক, কিন্তু কেন RSV ও ডেঙ্গু ভ্যাকসিন বাজারে আসল না ? কারণ হচ্ছে RSV বা ডেঙ্গু ভ্যাকসিন নেয়া শিশুরা পরবর্তীতে যখন ন্যাচারাল RSV বা ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হল , তারা রোগ প্রতিরোধ করার পরিবর্তে যারা ভ্যাকসিন নেয় নি তাদের চেয়েও বেশি অসুস্থ হয়ে পড়ল এবং ভ্যাকসিন নেয়া শিশু মারাও গেল বেশি ।
ডেঙ্গু ভ্যাকসিনের Phase 3 trial এর article টি দেখুন, আশাব্যাঞ্জক ডাটা ছিল কিন্তু, দেখুন:
আমি চাই না এরকম খারাপ কিছু ঘটুক করোনাভাইরাসের যে কোনও ভ্যাকসিন এর ক্ষেত্রে । ভবিষ্যৎ ই বলে দেবে । তবে আমি এক্ষেত্রে তাড়াহুড়ার বিপক্ষে ।
আগ্রহী যারা ডেঙ্গু ভ্যাকসিন এর উপর ছোট্ট একটি WHO report দেখতে পারেন । RSV ভ্যাকসিন এর একটি reference ও দিচ্ছি ।
অনেকেই বলেন এটা করোনার বিরুদ্ধে যুদ্ধের সময়, তাই স্বাভাবিকের চেয়ে এখানে ভিন্ন হতে হবে, ঠিকই আছে , কিন্তু মিলিটারি যোদ্ধাদের কথা এক্ষেত্রে আমার বেশি পছন্দের “Slow is smooth, and smooth is fast”.
আপনাদের সুস্বাস্থ কামনা করি।
Dr. Rezaul Karim
Editor, Scientific Bangladesh
Immunologist working in antibody-based drug development in the Netherlands.