Scientific Bangladesh

মশার বংশবৃদ্ধি রোধে ওভিট্রাপ

ওভিট্রাপ কি?
ওভিট্রাপ ব্যবহার করে মশার বংশবৃদ্ধি রোধ করা যেতে পারে। মশা এখানে বসে ডিম পাড়বে, সেই ডিম নেটের মধ্য দিয়ে বালতির তলায় চলে যাবে। সেখানে গিয়ে ডিম নিষিক্ত হয়ে লার্ভা বের হবে।
সেই লার্ভা থেকে শূককীট হবে, এবং সেটি ধীরে ধীরে পূর্নাঙ্গ মশায় পরিণত হবে। কিন্তু এই মশা আর নেট দিয়ে পুনঃরায় বের হয়ে আসতে পারবেনা; পানির নিচেই মারা যাবে।
পানিতে কয়েক ফোটা ভিনেগার ও অল্প একটু চিনি মিশিয়ে দেয়া যেতে পারে। বালতিটি অন্ধকারাচ্ছন্ন পরিবেশে রাখা যেতে পারে।

একটি ওভিট্রাপ এর ছবি

ব্যবহারঃ

বাসা বাড়ি, স্কুল-কলেজ, পাবলিক ট্রান্সপোর্ট, হসপিটাল, নির্মানাধীন ভবন ইত্যাদিতে এই ওভিট্রাপ রেখে দিলে এডিস মশা সেখানেই ডিম পাড়বে ও মারা পড়বে। সিঙ্গাপুরে এয়ারপোর্টে এই পদ্ধতি ব্যবহার করে মশা নির্মুল করতে পেরেছিল।

সতর্কতাঃ

এই ট্র্যাপ যেন আবার মশার বংশবৃদ্ধির সহায়ক না হয়ে উঠে সেলক্ষ্যে রেগুলার নজরদারি করা যেতে পারে।

আরো পড়তেঃ

  1. Use of the CDC Autocidal Gravid Ovitrap to Control and Prevent Outbreaks of Aedes aegypti (Diptera: Culicidae)
  2. Role of a modified ovitrap in the control of Aedes aegypti in Houston, Texas, USA

লেখকঃ

ড. মোঃ নাহিদুল ইসলাম
ওডেন্স, ডেনমার্ক,
অগাস্ট ১০, ২০১৯

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top